জগন্নাথপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৭:০২:১৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আবদুস সামাদ আজাদের পুত্র কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, শেখ হাসিনা উন্নয়নে বাংলাদেশকে বদলে দিয়েছেন। আ.লীগ ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। সুতরাং দেশের কল্যাণে শেখ হাসিনার বিকল্প নেই।
বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজারে আয়োজিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পীর ছালিক আহমদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট শুকুর আলী, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাবেক প্রচার সম্পাদক আবদুল জব্বার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, ওবায়দুর রহমান কুবাদ, মুজিবুর রহমান মধু, অ্যাডভোকেট বোরহান উদ্দিন দুলন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সুলেমান আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের হামিদুর রহমান বাচ্চু প্রমূখ। এতে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।