জামালগঞ্জের ভাতাভোগিদের নিয়ে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৭:৪৬:৩৫ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জামালগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ নির্বাচনী জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সভাপতি মিছবাহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, আখতারুজ্জামান তালুকদার, আবু হানিফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবলীগ নেতা আবুল খয়ের, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ প্রমূখ।