বিশ্বনাথে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৮:২২:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে সিরাজ উদ্দিন ওরফে সিরই (৫৬) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (কোনাপাড়া) গ্রামের মৃত আফছার উল্ল্যাহ’র ছেলে।
বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী বলেন, প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে লাশ কাছে একটি বিষের বোতল পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।