বিশ্বে ৫ কোটি মানুষ মৃগী রোগে আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৮:৩১:৪৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বিশ্বে প্রায় ৫ কোটি মানুষ মৃগী রোগে আক্রান্ত। এই রোগ যে কোন বয়সের মানুষের হতে পারে। এ রোগ যদি শুরুতে ধরা যায় ও চিকিৎসা দেয়া হয় তাহলে সুস্থ হওয়া সম্ভব।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৃগী সচেতন মাস উপলক্ষে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে এ মত প্রকাশ করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএমএমইউ ই-ব্লক অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে ইনিস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিস অর্ডার এন্ড অটিজম (ইপনা)।
সেমিনারে বলা হয়েছে, মৃগী রোগ বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ স্নায়ুবিক রোগ। মৃগী রোগে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষ নিম্ন ও মধ্যম আয়ের দেশে বাস করেন। এটি অনুমান করা হয় যে মৃগীরোগে আক্রান্ত ৭০ ভাগ পর্যন্ত মানুষ খিঁচুনি মুক্ত থাকতে পারে। জীবনের প্রথম ১০ বছরে প্রায় ১৫০শিশুর মধ্যে একজনের মৃগী রোগ ধরা পড়ে।
বাংলাদেশে মৃগী রোগের প্রকোপ এক হাজারের মধ্যে ৮ দশমিক ৪জন। শিশুদের মধ্যে মৃগী রোগ বেশী দেখা যায়। বিভিন্ন ধরনের মৃগী রোগের সিনড্রম পাওয়া যায়। তার মধ্যে কিছু মৃগী রোগ ওষুধের মাধ্যমে নিরাময়যোগ্য।
বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ অনুষ্ঠানের অতিথি হিসেবে তার বক্তব্যে বলেছেন, মৃগী রোগীদের সব ধরনের চিকিৎসাই এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানানো হয়।