ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৫:৩৭:১৩ অপরাহ্ন
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে সিলেট শহরতলীর উমদারপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে সংস্থার কার্যালয়ে ‘গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে’ এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক।সংস্থার সদস্য আলী হোসেনের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩নং খাদিমনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার শিবলী বেগম, সোসাইটির সহ সভাপতি মোক্তার হোসেন, নারী উদ্যোক্তা শারমিন জাহান তামান্না, নুসরাত উম্মে সাজিদা কেয়া, সোহান, ময়নুল আহমদ প্রমুখ। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট কর্তৃক বাস্তবায়িত ১ মাস মেয়াদি মাছ চাষ প্রশিক্ষণের ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি