দুর্নীতি মুক্তকরণ যুব ফোরামের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৬:১২:৩৩ অপরাহ্ন
আগামী ১৮ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত গণঅনশন কর্মসূচির সমর্থনে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে¡ সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুব ফোরামের সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদ রিকন তালুকদার লিকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, অর্থ সম্পাদক বিজয় চন্দ্রনাথ বিপ্লব, সহ অর্থ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, রতন তালুকদার প্রমুখ।
সভায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আরাফাত রহমান দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগদান করায় থাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি