সিলেট উইন্টার ফ্যাস্টিভালের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৭:৩২:৫৩ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নারীদের উন্নয়নে সকলকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
বৃহস্পতিবার রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর পাঠাটুলাস্থ খান প্যালেস কনভেশন হলে তিনদিনব্যাপী সিলেট উইন্টার ফ্যাস্টিভালের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার প্রধান সরকারি কৌঁসুলী (জিপি) অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, সীমান্তিকের চেয়ারম্যান শামীম আহমদ, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খান, সময় টিভি সিলেটের ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল, খান প্যালেস কনভেনশন হলের চেয়ারম্যান মেহেদী হাসান খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম ইংলিশ একাডেমির সিইও ফখরুল খান ও এমএফটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আরিফ উল্লাহ প্রমুখ। ফ্যাস্টিভালটি চলবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। বিজ্ঞপ্তি