কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের মেধাবৃত্তি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৭:৫১:১৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরিক্ষা শুরু হয়। এতে উপজেলার ৪র্থ ও ৭ম শ্রেণির ৩৭৪জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪র্থ শ্রেণির ২’শ ও ৭ম শ্রেণির ১৭৪জন পরিক্ষার্থী ছিল।
১৯৮৫ সালের ১৮ জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কোম্পানীগঞ্জ ছত্র পরিষদ। প্রতিষ্ঠা কাল থেকে চালু হয় এই মেধাবৃত্তি পরীক্ষা।
বিপুল উৎসাহ উদ্দীপনায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেন। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় কোছাপ মেধাবৃত্তি-২০২৩ এ পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন ভাটরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কোছাপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের বর্তমান সভাপতি হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মারজান উদ্দিন।
কোছাপ মেধাবৃত্তি-২০২৩ এর পরিক্ষা পরিদর্শনে যান সিলেট জেলা পরিষদের সদস্য ও কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সিলেট জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়, কোছাপের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর রায়, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, আনোয়ার হোসেন, রুপক চন্দ্র দাস, সাংবাদিক আবুল হোসেন, আবিদুর রহমান, তারিকুল ইসলাম, আব্দুল জলিল, ফখর উদ্দিন, সোহরাব আহমদ, আব্দুল হান্নান, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ উদ্দিন, সদস্য রায়হান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সহ-সভাপতি শাহ আলম স্বাধীন, ওমর আলী, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আপন তাহসান, রুবেল মিয়া, তুহিন আহমদ বক্স, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, হাবিবুর রহমান, প্রচার সম্পাদক লবীব আহমদ, সহ-প্রচার সম্পাদক লব চন্দ্র দাস, সহ কোষাধ্যক্ষ জাফর রানা, দপ্তর সম্পাদক মইনুল হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সুরঞ্জিত সরকার, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক শাহীন আলম, সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এবাদুর রহমান সুমন, কার্যকরী সদস্য ডা. আব্দুল আউয়াল, নাজমুল ইসলাম ও শাখা কমিটির সেলিম, সারওয়ার, সায়মন, কবির, হাবিব, তামিম, নুর আহমদ, নবী, লুৎফুর, এমদাদ, ওমর, শাহীন প্রমুখ। বিজ্ঞপ্তি