ডেঙ্গুতে ১০ দিনে ১১২ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৮:৫১:২৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যু হলো।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরে ৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৬০। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৯৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৩৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ লাখ ৮৮ হাজার ৫৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ২ হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৫ হাজার ৬৮৩ জন ভর্তি হন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে—৩৯৬ জনের। গত মাসে মারা গেছেন ৩৫৯ জন। এর আগে আগস্টে ডেঙ্গুতে মৃত্যু হয় ৩৪২ জনের। চলতি বছরের মার্চ মাস ছাড়া সব মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেখেছে দেশ।