মৌলভীবাজারে ২৭শ শিক্ষার্থীর অংশগ্রহণে বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৫:৪৩:০১ অপরাহ্ন
মৌলভীবাজার মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা শুক্রবার মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এটি পরিদর্শন করেন জাতীয় সংসদের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রেনুসহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হাসান জিল্লুল,জোবায়ের আলী আহমদ, নির্বাহী পরিচালক (সার্বিক) শফিকুল ইসলাম প্রমুখ। সংগঠনটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান জানান, এই পরীক্ষায় তৃতীয় শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ২ হাজার ৭শ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী ৩ মাসের মধ্যে পরীক্ষার ফলাফল ও বিজয়ী শিক্ষার্থীদের কে পুরস্কার প্রদান করা হবে। এসব বৃহৎ আকারের অর্থকরী কারা যোগান দেয় জানতে চাইলে তিনি বলেন, বিদেশী শুভাকাঙ্খিদের পাঠানো টাকায় সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।