চুনারুঘাটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৫:৪৮:৫৪ অপরাহ্ন
সংবাদদাতা: চুনারুঘাটে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে শহীদ মিনারে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চুনারুঘাট পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম বাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর (রিমন), সাবেক ছাত্রনেতা ও চুনারুঘাট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম কবির, ছারোয়ার আলম আজাদ, রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী ও চুনারুঘাট উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, দপ্তর সম্পাদক খোকন চৌধুরী, ক্রীড়া সম্পাদক আনোয়ার খান জামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল আরমান সহ উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও চুনারুঘাট পৌর যুবলীগ এবং ১১টি ইউনিটের সভাপতি সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়কসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।