শ্রমিকদের আন্দোলন নিয়ে পরিকল্পনামন্ত্রীর সতর্কতা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৬:৪৮:৪৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ সংবাদদাতা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার গামেন্টস শ্রমিকদের নেতা ও মালিকদের সাথে কয়েকদিন আগে বৈঠক করে শ্রমিকদের বর্তমান বেতনের চেয়ে ৫৮% শতাংশ বেতন বৃদ্ধি করেছে। আমি জানি না এ বেতন যথেষ্ট কি-না। আমি এই বিষয়ে কোন মন্তব্যও করতে চাই না। তবে গামেন্টস শ্রমিকরা পরিশ্রম করেন, তারা অব্যশই ন্যায্য মজুরি পাবে এটাই স্বাভাবিক।
মন্ত্রী আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের এই আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে সেদিকে সর্তক থাকতে হবে। কারণ, তারা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে। তারা মালিকের সঙ্গে কথা বলবে, সরকারের সঙ্গে কথা বলবে কিন্তু মাঝখান থেকে যদি কোন রাজনৈতিক দলের লোক ঢুকে অথবা এটাকে আগুন দিয়ে বাড়ানোর চেষ্টা করে এটা কাম্য নয়। শনিবার সকালে পাগলা আলীয়া মাদ্রাসা-শত্রুর্মদন ৯৩০ মিটার সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী প্রমুখ।