সিলেটে এলিট ১০কে মিনি ম্যারাথন ফিনিশিং পদক অর্জন করলেন আরিফ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৭:০৬:৫২ অপরাহ্ন
এলিট কিন্ডারহাউস, এলিট কারাতে ও এলিট রানারস এর আয়োজনে এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এর সহযোগিতায় “এলিট ১০কে” দৌড় প্রতিযোগিতা (১০ কি. মি) ফিনিশিং পদক অর্জন করেছেন মো. আরিফ উদ্দিন ওলি। শুক্রবার সিলেট নগরীর সাগরদীঘিরপাড় সড়ক থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার দূরত্বের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বিয়ানীবাজার, কুমিল্লা এবং ঢাকা থেকে ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
মো. আরিফ উদ্দিন (ওলি) জানান, সকলের সমন্বিত প্রচেষ্টা ও দোয়ায় আমি সফল হয়েছি এবং সকলের প্রতি ভালোবাসা কামনা করছি। যাতে সব সময় এ ধরনের আরো অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি। এছাড়াও আমি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পদক অর্জন করেছি। এ ধারাবাহিকতা অব্যাহত রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজিকে তুলে ধরতে পারি। এছাড়াও যারা আমাকে সহযোগিতা করে আসছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। বিজ্ঞপ্তি