নূপুর বেতার শ্রোতা ক্লাবের বর্ষপূতি পালন
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৭:১৪:১৩ অপরাহ্ন
নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেট এর ১১তম বর্ষপূতি অনুষ্ঠানে শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
ক্লাব সভাপতি কন্ঠশিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে ও বর্ষপূতি অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব কণ্ঠশিল্পী বাউল ফকির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, এ.কে আজাদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নূপুর সংগীতালয় সিলেটের সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট, এম.এ হান্নান, এ্যাডভোকেট মামুন রশীদ (এ.পি.পি), এ্যাডভোকেট আব্দুল মালিক সিয়াম, কণ্ঠশিল্পী ফকির মাহবুব মুর্শেদ, কন্ঠশিল্পী শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি