ফেঞ্চুগঞ্জে মন্টুর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৯:০৮:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সিলেট ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, সরকার সাধারণ জনগণের জন্য উন্নয়ন করছে। এদেশের মানুষের ভবিষ্যৎ চিন্তাভাবনা নিয়ে মিশন এবং ভিশন বাস্তবায়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কে বিজয়ী করতে হবে। তিনি শুক্রবার দিনব্যাপী সিলেট ৩ আসনের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে এবং আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল মজিদ, আ.লীগ নেতা জয়নাল উদ্দিন, ফাসন মিয়া, শাফি আহমদ, আব্দুস সালাম, যুবলীগ নেতা কবির আহমেদ। বিজ্ঞপ্তি