সিসিকের উন্নয়নে পাশে থাকার আশ্বাস স্থানীয় সরকার মন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৯:৩৭:১৪ অপরাহ্ন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।শনিবার সকাল নয়টায় হবিগঞ্জ পৌরসভার আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হবিগঞ্জ আসলে আনোয়ারুজ্জামান চৌধুরী মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সহযোগিতা কামনা করেন। এ সময় মন্ত্রী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।হবিগঞ্জ পৌরসভার আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হবিগঞ্জ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি শনিবার সকালে হবিগঞ্জ এসে পৌছান। এসময় তার সাথে অনুষ্ঠানে যোগ দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বিজ্ঞপ্তি