সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই যথাসময়ে নির্বাচন : স্থানীয় সরকার মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৯:৪০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নির্বাচনে না এসে কোনো দল ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়, দেশের জনগণের স্বার্থে রাষ্ট্রকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছে দেয়ার জন্য নির্বাচন অপরিহার্য। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ নভেম্বর) হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সকল রাজনৈতিক দলের স্বাধীনতা আছে। নির্বাচন কমিশন সকল দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে। কোনো দল যদি অংশ না নিয়ে ধ্বংসাত্মক কর্মকা- করার চেষ্টা করে তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’তাজুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশ এবং বিদ্যুতের উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করেনি। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে। বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছে।
উন্নয়ন ও শান্তি সমাবেশের আগে তাজুল ইসলাম জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত জেলা পরিষদ ডাক বাংলোর উদ্বোধন করেন। পরে দুপুরে তিনি হবিগঞ্জ-বানিয়াচং আর অ্যান্ড এইচ রোড থেকে প্রতাপপুর সড়ক ও একই সড়কে নব নির্মিত চেইনেজ ৮৪ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত বানিয়াচং উপজেলা পরিষদের নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে জনসভায় যোগদান করেন।
তাজুল ইসলাম এ সময় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুবিধার কথা উল্লেখ করে বলেন, আজকে গ্রামের কিংবা পাহাড়ি দুর্গম এলাকার একটি ছেলে বা মেয়ে প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।