অবরোধের সমর্থনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৯:৫৫:০১ অপরাহ্ন
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে চতুর্থ দফার অবরোধ সমর্থনে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে।অবরোধের সমর্থনে আজ রাত ৭ ঘটিকায় সিলেট নগরীরতে বিক্ষোভ মিছিল করে সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, এ সময় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডাঃ জাহিদুল কবির, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রজব আহমদসহ- সারা দেশ ও সিলেটের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।