জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ৫:০৩:৪৪ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের এক প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার প্রবাসী জামাল আহমদের বাড়ীতে ভোর রাতে সশস্ত্র ডাকাতদল কলাসিবল গেইটের তালা ভেঙ্গে প্রবাসী বাড়ীতে ঢুকে মা রাজনা বেগম (৪৭) ও মেয়ে তাফফিনা ফেরদৌস (১৮) কে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে জখম করে পাঁচ ভরি স্বর্ণসহ নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা নিয়ে পালিয়া যায়। যাওয়ার পূর্বে মামলা না করার জন্য পবিত্র কুরআন শরীফ ছুঁয়ে শপথ করাতে বাধ্য করায় ডাকাতদল। শনিবার রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জকিগঞ্জ থানা পুলিশ সরেজমিন তদন্ত করছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।