দোয়ারায় ফেরিঘাট স্থাপন কাজের ভিত্তি স্থাপন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ৫:১৬:২৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুনামগঞ্জ সড়কের প্রথম কিলোমিটারে দোয়ারাবাজার সুরমা নদীতে ফেরীঘাট স্থাপন কাজের উদ্বোধন করেছেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। শনিবার সকালে সুরমা নদীতে ফেরীঘাট স্থাপন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ফেরীঘাট দিয়ে পারাপার হয়ে আজমপুরে এক আলোচনা সভায় বক্তব্য দেন।
আজমপুরে ফেরীঘাট উদ্বোধনী অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়া ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল হান্নানের সঞ্চালনায় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেকানিক্যাল সার্কেল মোঃ ফিরোজ আখতার, নির্বাহী প্রকৌশলী সওজ মোঃ আশরাফুল ইসলাম, সওজ ছাতকের উপ-প্রকৗশলী মোঃ সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, সহকারী কমিশনার ভূমি ফজলে রব্বানী চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালেহা খাতুন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, সাবেক লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম আহমেদ রানা, বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন খাঁন, সাবেক বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, মান্নারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভূপতি দাস, বোগলা ইউনিয়ন যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফর আলী প্রমূখ।