জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল শুনানি ১৯ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ৬:২২:৩০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে দেওয়া নির্বাচন নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ১৯ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যর বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। এছাড়া রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের পর জামায়াতের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানিও একইদিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
সর্বশেষ গত ৬ নভেম্বর আবেদন দুটি শুনানির জন্য আদালতে ওঠে। সেদিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের লিভ টু আপিল (জামায়াতের করা আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য ১২ নভেম্বর দিন রাখা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে।
লিভ টু আপিলের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর ব্যক্তিগত অসুবিধার জন্য আট সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন আইনজীবী মো. জিয়াউর রহমান। অন্যদিকে, জামায়াতের বিরুদ্ধে করা আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানিয়া আমির ও আহসানুল করিম। পরে আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ রিট করেন। এর আগে ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। ২০১৩ সালের ১ আগস্ট রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সেই বছরই দলটির পক্ষ থেকে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে।