মালয়েশিয়ায় নিহত ৩ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ৬:৫২:৫১ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: হাইকমিশনের হস্তক্ষেপে ক্ষতিপূরণ পেলো মালয়েশিয়ায় মাটিচাপায় নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিবার। শনিবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহত প্রবাসীরা হলেন হলেন, শরীয়তপুর জেলার, জাহেদুল খান, মোঃ সাজ্জাদ হোসাইন ও পাবনা জেলার মনিরুল ইসলাম।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দুর্ঘটনায় বর্ণিত কর্মীদের মৃত্যু সংবাদ প্রাপ্তির পর হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা যায়, তারা কাম্পুং মাকা নামক পাহাড়ী এলাকায় সড়ক নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২ নভেম্বর মাটি চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ৩ নভেম্বর হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল ও মৃতদেহ সংরক্ষিত হাসপাতাল পরিদর্শন করেন।
বিস্তারিত তথ্যানুসন্ধানে জানা যায়, মৃত জাহেদুল খান এবং মৃত মোঃ সাজ্জাদ হোসাইন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় আসেন এবং মৃত মনিরুল ইসলাম ২০২৩ সালে কলিং ভিসায় মালয়েশিয়ায় আসলেও এপ্রিল মাসে মনিরুল ওই কোম্পানী থেকে অজ্ঞাতসারে অন্যত্র চলে যান। বর্ণিত প্রকল্পে মৃত ব্যক্তিগণকে নিযুক্তকারী কোম্পানীর মালিকের সাথে হাইকমিশনের পক্ষ হতে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে মৃত ব্যক্তিগণ অনিয়মিত হওয়া সত্বেও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা হয়। তবে ক্ষতিপূরণের পরিমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ ৯ নভেম্বর কোম্পানীর পক্ষ হতে মৃত ব্যক্তিদের পিতা মাতা বা স্ত্রীর ব্যাংক একাউন্টে স্থানান্তর করা হয়েছে এবং ক্ষতিপূরণের অর্থ প্রাপ্ত ব্যক্তিদের সাথে যোগাযোগপূর্বক অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।