হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার পোশাক তৈরি কোর্সের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ৭:৪৯:৫৯ অপরাহ্ন
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় সংস্থার কার্যালয়ে শনিবার পোশাক তৈরি কোর্সের উদ্বোধন করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সে ৩০ জন যুব ও যুব নারী প্রশিক্ষণ গ্রহণ করবেন। হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা আশফাক উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে পোশাক তৈরি কোর্সের উদ্বোধন করেন।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহ সভাপতি ছালেহা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা রনজিৎ দেবনাথ, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক মুন্নি বেগম, অফিস সহকারী পরিচালক নাহিদ আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাব্বির আহমদ রাজু, সামাদ আহমদ, নিলা মিত্র, কলি আক্তার, আতিয়া ইবনাত, রহিমা আক্তার, রহিমা বেগম, সাদিয়া আহমদ, খোদেজা আক্তার, বুশরা আক্তার, সুমি বেগম, জাসমিন আক্তার, শারমিন আক্তার, রেজিয়া আক্তার, নাদিয়া আক্তার, রশিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি