জগন্নাথপুরে এলজিইডি নারী কর্মীদের চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ৮:৩৫:৫২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা এলজিইডির এলসিএস নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের অর্থের চেক বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ধীরেন্দ্র সূত্রধর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন। নারী কর্মীদের মাঝে বক্তব্য রাখেন রিনা বেগম। এ সময় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, পরিকল্পনামন্ত্রীর পুত্র সাহদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রোজউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ। এতে গত ৩ বছরে সঞ্চয়কৃত জনপ্রতি ৫১ হাজার ২০২ টাকা করে ৩০ জন নারী কর্মীদের হাতে অর্থের চেক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।