বিয়ানীবাজারে এলিমের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৫:১১:৫২ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে গণসংযোগ করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম।রোববার বিকালে বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজা থেকে শুরু হয়ে গণসংযোগ চলে সন্ধ্যার পর পর্যন্ত।
গণসংযোগে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খানসহ নেতাকর্মী।





