দোয়ারায় মকবুল হোসেন স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৫:৩৫:৫১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের টানা ৭ বারের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন তালুকদার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাতে মকবুল হোসেন তালুকদার স্মৃতি সংসদ এ শোকসভার আয়োজন করে। সংগঠনের সভাপতি এম শামসুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাষ্টার সুন্দর আলী ও সহ সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট চান মিয়া, দোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজি শামীমুল ইসলাম শামীম, ছাতকের উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোহালিয়া ইউপির চেয়ারম্যান কাজি আনোয়ার মিয়া আনু, শালিস ব্যক্তিত্ব আব্দুল মছব্বির, এডভোকেট আকমল হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ। বক্তব্য রাখেন মরহুমের অনুজ খলিলুর রহমান, মরহুমের সন্তান ও ছাতক সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন ভিপি শফিকুল ইসলাম বাবুল, নুর উল্লাহ তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, ছাতক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজমুল হোসেন, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন, সাবেক মেম্বার নুর উদ্দিন, মাষ্টার শানুর আলী প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আক্তার হোসেন মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজি আব্দুল মুকিত।