নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৮:০২:২২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনা ছাড়া কোন পথ নেই। আগামীতে দেশ কে চলাবে সে চিন্তা করতে হবে। হাসিনার মত প্রধানমন্ত্রী অন্য কোন দলে নেই। আনফরের ভাংগা ব্রীজ অনেক আগের দাবী। আমি মিথ্যে আশ্বাস দেই না, নিশ্চিত না হয়ে কোন কিছু করি না। আজ এলাকাবাসীর স্বপ্নের সেতুর ভিত্তি স্থাপন করেছি, নির্বাচনের পূর্বেই কাজ শুরু হবে।
গোয়াইনঘাটে আনফরের ভাংগায় ব্রীজ নির্মাণের ভিত্তিস্থাপন পরবর্তী কুপার বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউপিতে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী পূরনে আনফরের ভাংগায় ব্রীজের কাজের ভিত্তি স্থাপন করেন।
এসময় এলজিইডির জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউএন তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আসলম, সম্পাদক গোলাম কিবরিয়া হেলালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, জনপ্রতিনিধিবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে বিকেল ৩ টায় প্রধান অতিথি কুপার বাজার মাঠে আ’লীগ সভাপতি আসলমের সভাপতিত্বে ও সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় বিশাল জনসভায় বক্তব্য রাখেন।