মিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দিনের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৮:১২:১৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া গ্রামের বাসিন্দা ও মিরপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন (৬০) আর নেই। রোববার সন্ধ্যারাতে ব্রেনস্ট্রোক ও কিডনিজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন সোমবার নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। এতে সর্বস্তরের শোকাহত জনতা অংশ গ্রহণ করেন।