জামালগঞ্জে বাজার নির্মাণ নিয়ে দুইপক্ষে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৮:১৫:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী গ্রামে নতুন বাজার নির্মাণ নিয়ে দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।সরকারি খাস জায়গা আর ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় জায়গা সমন্বিত করে জোরপূর্বক বাজার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন জামালগঞ্জ উপজেলার বেহেলী, মশালঘাট, তিল কই গ্রামের দুইশতাধিক নারী-পুরুষ। সোমবার সকাল ১০টায় বেহেলী ইউনিয়নের বেহেলী গ্রামে বৌলাই নদীর পাড়ে বাজার নির্মাণের স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বেহেলী ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নির্মাল্য কান্তি রায় সসীম, বীর মুক্তিযোদ্ধা পরেশ তালুকদার, ৭নং ওয়ার্ড মেম্বার যীশু তালুকদার, করুণাকান্ত তালুকদার, প্রিয়ব্রত রায়, চন্টু কুমার দাস, বাবুল পাল, গীতা রাণী পাল প্রমুখ।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা মুঠোফোনে বলেন, দুটি পক্ষে বেশীর ভাগ চাচ্ছে বাজার নির্মানের জন্য। এখানে সরকারী খাস খতিয়ানের জায়গায় বাজার আগেও ছিল এখনো দরখাস্তের ভিত্তিতে সরকারী নিয়মে বাজার নির্মাণ হবে।