দক্ষিণ সুরমায় পিকআপে আগুন
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৮:৩৪:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের কলাবাগানে রাস্তার পাশে দাঁড় করা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পিকআপটি পুরোপুরি পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার (১৩ নভেম্বর) ভোররাত সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এস. এম মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার ভোররাতে সিলেট-সুলতানপুর সড়কের কলাবাগান বাজারে রাস্তার পাশে পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে চালক অন্যত্র গেলে এই সুযোগে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর আগেই পিকআপ ভ্যানটি পুরোপুরি পুড়ে ছাঁই হয়ে যায়।এবিষয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এস. এম মাইন উদ্দিন বলেন, পিকআপ ভ্যানে আগুন দেয়ার সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। কারা আগুন দিয়েছে তাদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।