ফের ৪৮ ঘন্টার অবরোধের ডাক বিএনপি-জামায়াতের
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৯:১৮:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চতুর্থ দফার অবরোধ শেষ হতে না হতে আরেক দফা ডাক দেয়া হলো অবরোধের। সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে কাল ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত।
সোমবার বিকেলে পৃথক বিবৃতিতে অবরোধ কর্মসূচী ঘোষনা করে দলগুলো। গত ১৫ দিনে এটি বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ হতে যাচ্ছে।বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেন। নতুন ঘোষণা অনুযায়ী কাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথে সর্বাত্মক অবরোধ চলবে।
এদিকে, ফের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বিনা ভোটের সরকার আবারো ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে পরিত্রাণের লক্ষ্যে জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ মুক্তির জন্যই এ অবরোধ।
বিএনপি-জামায়াতের ডাকে প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৭২ ঘণ্টার অবরোধ পালন করা হয়। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করে। তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করা হয় ৮ ও ৯ নভেম্বর। চতুর্থ দফায় অবরোধ পালন করা হয় ১২ ও ১৩ নভেম্বর।