বড়লেখায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ৪:৫৮:৩৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার নানা কর্মসূচির আয়োজন করে।
দুপুরে বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মুখ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্ত্বর এলাকা ঘুরে ডায়াবেটিস সেন্টারের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে দিনব্যাপী ডায়াবেটিস সম্পর্কে আলোচনা, বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্পেইন, পরামর্শ এবং রোগীদের কাউন্সিলিং করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ বদরুল ইসলাম, ডা. জাছিম আহমদ, ডা. মার্জিয়া রহমান চৌধুরী, তরুণ উদ্যোক্তা কাওছার হামিদ জুনেদ, বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক হোসাইন আহমদ, কর্মকর্তা তফজ্জুল হোসেন ও পঙ্কজ কুমার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মোরশেদ আহমদ, মো. মোজাফর হোসেন, রবিউল ইসলাম, আরিফ আহমদ, মুর্শেদুল হক, মোস্তাফিজুর রহমান প্রমুখ।