জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির মৃত্যুতে সিকৃবি ভিসির শোক
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ৬:১৩:০৪ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত শোকবার্তায় সিকৃবি ভাইস-চ্যান্সেলর বলেন, প্রফেসর ইমদাদুল হক দেশের একজন প্রতিথযশা শিক্ষাবিদ ও ন্যায়পরায়ন ব্যক্তি ছিলেন। তাঁর প্রয়ানে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হলো। প্রফেসর ড. ইমদাদুল হক-কে দক্ষ প্রশাসক হিসেবে উল্লেখ করে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, তিনি শক্ত হাতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইমদাদুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। বিজ্ঞপ্তি