ডায়াবেটিস দিবসে রোটারী ক্লাব মিডটাউনের সভা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ৬:১৪:৪৪ অপরাহ্ন
নগরীর শাহজালাল উপশহরের সোনারপাড়াস্থ ভিক্টোরিয়া হসপিটালে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে ও ভিক্টোরিয়া হসপিটালের সহযোগিতায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মঙ্গলবার ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর ডিস্ট্রিক গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান।
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এএসএমজি কিবরিয়া এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী এরিয়া এডভাইজার রোটারিয়ান হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান একেএম শামসুল হক দিপু, ডেপুটি ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান আতিকুর রাজা চৌধুরী, ভিক্টোরিয়া হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হানিফ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান দেলোওয়ার হোসেন চুন্নু, পিপি রোটারিয়ান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ, পিপি রোটারিয়ান শাহ জামাল আহমদ, আইপিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, পিপি রোটারিয়ান বিধুভূষণ ভট্টাচার্য্য, পিপি এডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, রোটারিয়ান আবুল কালাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান ফারুক আহমদ, রোটারিয়ান আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং করা হয়। বিজ্ঞপ্তি