সদর উপজেলায় ৪ বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ৭:৫১:৫৭ অপরাহ্ন
সারা দেশের ন্যায় সিলেট সদর উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভার্চ্যুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে তার নির্দেশনায় স্থানীয়ভাবে সিলেট সদর উপজেলার জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামাগাঁও তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়া, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোরশেদ আহমদ চৌধুরী মাসুম, আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী কর্মকার, স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি খালেদা সুলতানাসহ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি