গোয়াইনঘাটে ৪ উন্নয়ন কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ৮:২৮:৫৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে মঙ্গলবার ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭ টি প্রকল্পের দশ হাজার ৪১ অবকাঠামোর ভিত্তপ্রস্তর স্থাপন ও উদ্বোধনে গোয়াইনঘাটে ৪টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনস্থল ছিল উৎসবমুখর। সকাল ১০টায় ছাতারগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার লোকজন উপস্থিত থেকে বড়পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। গোয়াইনঘাটে দুইটি প্রাথমিক বিদ্যালয় ভবনে প্রতিটিতে ১ কোটি ৩৪ লক্ষ ১৩ হাজার ৮৪৫ টাকা ব্যয়ে ছাতারগ্রাম ও সংগ্রামপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ২২ লক্ষ টাকা ব্যয়ে মনাইকান্দি কমিউনিটি ক্লিনিক ভবন এবং বাঘের সড়ক এলাকায় ১০ নং গ্যাস কূপের উদ্বোধন করা হয়।
ছাতারগ্রাম সরকারী প্রাথমিক বিদালয়ে ভবন উদ্বোধন শেষে আলোচনা সভা চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সালিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, আ’লীগের যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা।