ছাতক উপজেলা প্রকৌশলীর মৃত্যুতে শোকসভা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৫:০৪:৩৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রকৌশলী আফছর আহমেদের মৃত্যুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বুধবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়ের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপ সহকারী প্রকৌশলী এম এ জাসির, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ডা. রাজিব চক্রবর্তী, গোপাল চন্দ্র দাস, কাজি মোহাম্মদ মহসিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, ইউপি চেয়ারম্যান আব্দুল হক, আবুবকর সিদ্দিক, বিল্লাল আহমদ, উপসহকারী প্রকৌশলী এম এ জামান, হিসাব রক্ষক হারান চন্দ্র বিশ্বাস, কমিউনিটি অর্গানাইজার মাসুদুর রহমান ভূইয়া, উপপ্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, জিতেন বর্মন জয়, জয়দেব চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকৌশলীর অফিস সহকারী রিয়াজ মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড এসিস্ট্যান্ট তোফায়েল আহমেদ মিনার প্রমূখ। শোক সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাজ্জাদুর রহমান। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আমিন।