দেশে পৌঁছেছে মাটি চাপায় নিহত ৩ বাংলাদেশির মরদেহ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৫:১২:৪২ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় মাটি চাপায় নিহত ৩ বাংলাদেশির মরদেহ। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯.৪০ মিনিটে কেএলআইএ থেকে ছেড়ে আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বাংলাদেশে সময় রাত ১১ টায় বিমান বন্দরের আনুসাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং এর ওয়েলফেয়ার সহকারী মো. মোকসেদ আলী।
এর আগে শ্রমিকদের দুর্ঘটনার পর হাইকমিশনের লেবার উইং ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ক্ষতিপুরণ আদায়সহ মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে।