সাইক্লোনের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৬:০৫:১১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, তরুণ কবি সাজন আহমদ সাজুর কবিতায় মানবপ্রেম দেশপ্রেম ফুটে উঠেছে। সাজন আহমদ সাজুর কবি সত্তা ও মানবিকতা সমুজ্জ্বল।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কবি ও সংগঠক সাজন আহমদ সাজুর একক কবিতা পাঠের আসরে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬৫তম সাহিত্য আসরে অনুষ্ঠিত একক কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন সাইক্লোনের সমাজসেবা সম্পাদক ঔপন্যাসিক আলেয়া রহমান। সভায় অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, সিলেট জেলা বারের সাবেক লাইব্রেরি সেক্রেটারি কবি আব্দুল মুকিত অপি এডভোকেট এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছড়াকার ও প্রকাশক কামরুল আলম।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক আবদুল বাতিন ফয়সল এবং আলোচনায় অংশ নেন গল্পকার সেলিম আউয়াল, কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, ব্যাংকার-কবি শফিকুল ইসলাম সোহাগ, লেখক-গবেষক শামসীর হারুনুর রশীদ, কবি লিপি খান, কবি কামাল আহমদ, গীতিকবি ফরিদ আহমদ, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল। সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক বিমান বিহারী বিশ^াস ও আবৃত্তি করেন নাইমুল ইসলাম গুলজার। বিজ্ঞপ্তি