মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৬:০৮:৩৯ অপরাহ্ন
পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর চোহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার উদ্যোগে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা ও মহানগর, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সহযোগিতায় মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মনোজ কপালী মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ এর পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার সাবেক ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট সামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা মো: আপ্তাব আলী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, মহানগর কমিটির সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, জেলা যুবলীগের সহ-সভাপতি সুজিত চৌধুরী, মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা চৌধুরী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শায়েম শাহা, প্রচার সম্পাদক আখলাক হোসেন, সন্তান কমান্ড জেলার সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, যুব কমান্ডের সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমদ, সন্তান কমান্ড সিলেট জেলার সদস্য বশির আহমদ, সঞ্জিত দেব, সদর উপজেলা সন্তান কমান্ডের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো: নাঈম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রজব আলী, করিম আহমদ, সদস্য আব্দুল কাইয়ুম, যুব কমান্ড সিলেট জেলার রুপুল মাহমুদ, নুরুল আলম, এমদাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি