তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৬:২১:২২ অপরাহ্ন
নারীদের স্বাবলম্বী করতে নানমুখী প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর পরিচালক মোঃ মহিউদ্দিন। তিনি বুধবার বিকাল ৩টায় নয়াসড়কে জেলা তথ্য অফিস সিলেট আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন।
জেলা তথ্য অফিস সিলেট এর উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট এর উপপরিচালক শাহিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মোঃ মহিউদ্দিন আরও বলেন, আগেকার দিনে কেবলমাত্র নারীদেরকে গৃহকর্মে আবদ্ধ করে রাখা হতো। কিন্তু বর্তমান সরকারের নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে। ফলে নারীরা আজ সকল পর্যায়ে কাজ করছেন পুরুষের পাশাপাশি।সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি