মহাসড়কে প্রাণ গেল অটোচালকের
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৮:১৩:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী। বুধবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক জাহাঙ্গির মিয়া (৩৮) শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডোরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। আহতরা হলেন- মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই এলাকার ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)। স্থানীয়রা জানান, সিলেট থেকে আসা একটি ট্রাক শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামক স্থানে সিএনজিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় সিএনজি চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। অপর দু’জন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভুঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাক ও চালকে আটকের চেষ্টা চলছে।