জিন্দাবাজারে পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৮:৫০:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ঘটনার খবর পাওয়া গেছে। এ সময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৩ জনকে আটক করেছে। গত রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে নগরের বারুতখানা পয়েন্ট থেকে মহানগর বিএনপির একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে এসে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটনায়। এ সময় সরকারের পদত্যাগ ও তফশিল ঘোষণাকে প্রত্যাখ্যান করে শ্লোগান দিতে থাকেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে এবং ফাঁকা গুলি ছুঁড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তিন জনকে আটক করে পুলিশ। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ।