তফসিলের উত্তাপ সিলেটে : কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৮:৫৯:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। তফসিল ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল তফসিল ঘোষণার পর নগরে পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নগরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়নের পাশাপাশি র্যাব ও বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরের মোড়ে মোডে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশি পাহারা রয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট টহল জোরদার করেছে। এছাড়া বিভিন্ন সড়কে রয়েছে র্যাব-৯ এর ‘রোবাস্ট পেট্রোল’ টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠ চষে বেড়াচ্ছে। তবে গত রাত ৯টা পর্যন্ত নগরের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গতকাল সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি। এ সময় নেতাকর্মীরা এ সময় সরকারের পদত্যাগ ও তফশিল ঘোষণাকে প্রত্যাখ্যান করে শ্লোগান দিতে দেখা গেছে। অপরদিকে তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেল- তফসিল ঘোষণার পর থেকে সিলেটের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের ‘রোবাস্ট পেট্রোল’ টিম টহল দিচ্ছে। পাশাপাশি চেকপোষ্ট বসা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো: ইলিয়াছ শরীফ বলেন, সিলেটে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কা নেই। এরপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটও মাঠে রয়েছে।