তফসিল ঘোষণার পর শাহপরানে লেগুনায় আগুন
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১০:৫৮:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটে একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এমনটি বলছে পুলিশ। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নগরের শাহপরানের শাহজালাল বাজার সংলগ্ন দাসপাড়া এলাকায় একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।