লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৩, ৬:৩৬:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: অগ্রহায়ণ মাসের শেষদিকে এসে বেশ শীত অনুভূত হচ্ছে চায়ের জনপদ সিলেটে। কয়েক দিন ধরে সন্ধ্যার পর পড়ছে কুয়াশা। এমন পরিস্থিতিতে শীতের তীব্রতা বাড়ার আগেই মানুষে ভিড় জমাচ্ছে লেপ-তোষক তৈরির দোকানে। হাট-বাজার গুলোতে লক্ষ্য করা গেছে কারিগরদের ব্যস্ততা। বেড়েছে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের আনাগোনাও।
বাজারে গিয়ে দেখা যায়, লেপ-তোষক তৈরির অত্যাবশ্যক উপকরণের বেচাকেনা চলছে। কারিগররা জানান, গত বছরের তুলনায় কাপড় ও তুলার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। শিমুল তুলা প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা, কালো হুল ৮০ থেকে ৯০ টাকা, কালো রাবিশ ৫০ থেকে ৬০ টাকা, কার্পাস তুলা ৩২০ থেকে ৩৫০ টাকা ও সাদা তুলা ১১০ টাকা থেকে ১৩০ টাকা দামে বিক্রি হচ্ছে।
নগরীর জল্লারপারের ব্যবসায়ী ফারুক আহমদ বলেন, গত বছরের তুলনায় তুলার দাম বাড়ার সঙ্গে কাপড়ের দাম গজ প্রতি ১৫-২০ টাকা বেড়েছে। তিনি বলেন, মাঝারি ধরনের একটি লেপ বানাতে খরচ হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকা। তোষক বানাতে ১৫০০ থেকে ১৭০০ টাকা খরচ হয়। তবে তুলার ধরন ভেদে লেপ-তোষকের দাম কম-বেশি হয়ে থাকে।