কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ৫:০৯:০৩ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মাত্রা ইতিহাসের সর্বকালের নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। নির্বিচারে বোমা হামলা করে হাজার হাজার শিশু, বৃদ্ধ ও নারীকে হত্যা করে সেখানে মানবিক বিপর্যয় এনেছে ইসরায়েল। এই গণহত্যা বন্ধ করতে বিশ^বিবেককে জাগ্রত করতে হবে।
ফিলিস্তিনে মানবতাবিরোধী গণহত্যা বন্ধের আহবানে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ১১৭৬ তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি কবি কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনু। কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সাহিত্য সম্পাদক কবি নাজমুল আনসারী, কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের ও কবি বেলাল আহমদ চৌধুরী।
আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি ও প্রতিরোধের কবিতা পাঠ করেন কবি হুসাইন ফাহিম, সাইয়্যিদ মুজাদ্দিদ, আতাউর রহমান বঙ্গী, আজিজুল্লাহ শরীফ, কুবাদ বখত চেীধুরী রুবেল, সিরাজুল হক, মকসুদ আহমদ, সাজিদুর রহমান ও মির্জা নাহিদ।
বিশেষ অতিথির বক্তব্যে কেমুসাসের সহসভাপতি কবি কালাম আজাদ বলেন, যুগের পর যুগ ধরে দখলদার ইসরায়েলি বাহিনি ফিলিস্তিনিদেরকে নিজেদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে নিপীড়ন ও গণহত্যা চালাচ্ছে। মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে হামলাসহ তাদের আগ্রাসী নীতি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আজকের কবিসাহিত্যিকদেরকে লেখনীর মাধ্যমে এই আগ্রাসনের বিরুদ্ধে জনমত জাগিয়ে তুলতে হবে।
কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে বাংলাদেশ জন্মলগ্ন থেকে সংহতি প্রকাশ করে আসছে। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সব সরকারই ফিলিস্তিনি জনগণের সাথে একাত্ম ছিলো। আগামী দিনগুলোতেও বাংলাদেশের জনগণ মজলুমের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি