তাহিরপুরে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ৫:১০:৪০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : ‘শুভ কাজে সবার পাশে শুভসংঘ’ এই শ্লোগানকে সামনে রেখে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে তিন মাস প্রশিক্ষণ শেষে সুনামগঞ্জের তাহিরপুরে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে উপজেলা আ’লীগের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠি ২০ জন ও হাওর পাড়ের ২০জন নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা শুভসংঘের উপদেষ্টা গোলাম সারোয়ার লিটন, সাংবাদিক বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সংগঠনের সভাপতি শেখর রায়, সাধারণ সম্পাদক রুপম আখঞ্জী, সদস্য চয়ন চন্দ, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রের একটি দলসহ উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, সরকারীভাবে হাওরপাড়ের মানুষকে সহায়তা করা হয়। সমাজের বিত্তবানগণ বসুন্ধরা গ্রুপের মত হাওরপাড়ের নারীদের জীবন মান উন্নয়নের এগিয়ে আসলে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারবে।