পিতার মৃত্যুতেও জামিন পাননি ছাত্রদল নেতা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ৭:২৮:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পিতার মৃত্যুতেও জামিন পাননি সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। গত ১৩ নভেম্বর রাজধানীর গুলশান এলাকায় অবরোধের মিছিল থেকে তিনিসহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে গুলশান থানার একটি পুরানো মামলায় কামরুল হাসানসহ অপরদেরকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতেই আছেন।
এদিকে ছেলের গ্রেফতার ও রিমান্ডের খবর শুনে হার্ট অ্যাটাক করেন কামরুল হাসানের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা কবিরুল হক। পরে সিলেট নগরীর একটি হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কামরুলের ছোট ভাই মেহেদী হাসান জানান, সকালে বাবা’র মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ঢাকা থেকে সিলেট আসেন। তার অন্যান্য আত্মীয়-স্বজনরা মিলে কামরুল হাসানের জামিনের জন্য আবেদন করলেও আদালত তা না মঞ্জুর করেন। কামরুল হাসান পরিবারের বড় সন্তান। কিন্তু বাবার শেষ মুখ দেখাটাও তার হলো না। কবরে মাটিও দিতে পারলেন না। একদিকে বাবার জন্য কষ্ট, অন্যদিকে ভাইয়ের এ অবস্থায় পুরো পরিবার ভেঙ্গে পড়েছে।
কামরুল হাসানের আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সিএমএম আদালতে তার জামিনের জন্য আবেদন করা হলেও তা নামঞ্জুর করেছেন বিচারক।