উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ৭:৪৭:২৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: গ্যাস সংকটে ৭২ দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরল জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানা। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে কারখানায় শুরু হয় ইউরিয়া সার উৎপাদনের প্রক্রিয়া। এর আগে ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। যমুনা সারকারখানার জিএম প্রশাসন দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন বলেন, চলতি বছরের ৪ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকে। গত ১ নভেম্বর যমুনা সারকারখানায় গ্যাস সংযোগ পেয়ে কারখানার চালু করার পর আজ অ্যামোনিয়া উৎপাদনের পর সার উৎপাদন শুরু হয়েছে।
সার কারখানাটি ১৯৯২ সালের ১লা জুলাই থেকে বাণিজ্যিকভাবে দৈনিক ১ হাজার ৭ শত মেট্রিকটন গ্রানুলেটেড ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা সম্পন্ন এর বার্ষিক উৎপাদন ক্ষমতার লক্ষমাত্রা ৫ লাখ ৬১ হাজার মেট্রিকটন ইউরিয়া পণ্য, উৎপাদনের কাঁচামাল হিসেবে এ্যামোনিয়া প্রতিদিন ১ হাজার ৭৮ মেট্রিকটন, বার্ষিক ৩ লাখ ৫৫ হাজার ৭৪০ মেট্রিকটন লক্ষমাত্রা নিয়ে এ সার কারখাটির বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
সার কারখানাটিতে ৩৭০ পিএসআইএ এবং ৪৬ এমএম সিএফডি পরিমাণ গ্যাস সরবরাহ হলে প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিকটন উন্নতমানের গ্রানুলার পিল্ড ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব। সারকারখানা সংশ্লিষ্ট সার পরিবহন মালিক ও হাজার শ্রমিক এবং ব্যাবসায়ীরা মানবেতর জীবনযাপন করছিল। সার কারখানাটি চালু হওয়া কারখানা সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।